Comilla TV - The First online TV of Comilla

২১ শে ফেব্রুয়ারির প্রস্তুতি উপলক্ষে জাপান বাংলাদেশ আওয়ামী লীগ আহব

রিপোর্ট : ফখরুল ইসলাম

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ১০:৫৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

২১শে ফেব্রুয়ারীকে সামনে রেখে প্রস্তুতি নিয়ে আলোচনা ও বর্ধিত সভা করেন জাপান বাংলাদেশ আওয়ামীলীগ আহবায়ক কমিটি। কমিটির উদ্যোগে টোকিওস্থ হিগাশি জুজু ফুরেইকাইকান হলে সভা অনুষ্ঠিত হয় ।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জাপান আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাসুমৎ।
এসময় বক্তব্য রাখেন, জাপান আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য এম ডি আলাউদ্দিন, বি এম সাজাহান,নুরুল আমিন রনি,কাউসার হাসান লাইজ, গোলাম কবির ,জাকির হসেন,রিয়ু ইসমাইল মীর হোসেন মিলন,ফখরুল ইসলাম আজাদ,মো. জয় ইসলাম,এস এম হাসান,নাজমুল আলম প্রমুখ।