Comilla TV - The First online TV of Comilla

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

কুমিল্লা টিভি ডেস্ক

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৫:২৯ পিএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও জশনে জুলুছ পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুছ বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। পরে সংগঠনের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

বিশেষ অতিথির ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান, পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ,পীরজাদা মাঃ কাজী আলউদ্দিন, পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম, কনা মিয়া প্রমুখ।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।