Comilla TV - The First online TV of Comilla

ধর্ষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ

কুমিল্লা টিভি ডেস্ক

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৬:৩৬ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার (১৩ অক্টটোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।


সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, অনুশীলণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক অ্যাডডভোকেট মোহাম্মদ নাসির, জেলা উদিচীর সাধারণ সম্পাদক ফেরদৌসুর রহমান, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক শামিমা শিকদার দীনা প্রমূখ।

 

সভায় বক্তারা, সারাদেশে চলমান ধর্ষণ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং এর প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।