Comilla TV - The First online TV of Comilla

৯৯৯-এ ফোন পেয়ে লাকসামে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

ফারুক আল শারাহ:

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার

ক্যাপশন: মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহজারি। ইনসেটে শিশু মুন্না।

ক্যাপশন: মরদেহ উদ্ধারের পর স্বজনদের আহজারি। ইনসেটে শিশু মুন্না।

৯৯৯-এ ফোন পেয়ে লাকসাম পৌর শহরের গন্ডামারা এলাকা থেকে নিখোঁজের ৩দিন পর আজাদ আহমেদ মুন্না (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সিলেট সুনামগঞ্জ দোয়ারা বাজার উপজেলার বড়হরি গ্রামে মঞ্জিল মিয়ার ছেলে। প্রায় ১বছর ধরে শিশুটি পিতা-মাতার সাথে নানার বাড়ী গন্ডামারায় বসবাস করছিল। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, গত ২৪ নভেম্বর বিকেলে মুন্না তার দোকানে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরেনি । বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তার মা মনোয়ারা বেগম ২৫ নভেম্বর সকালে লাকসাম থানায় জিডি এবং এলাকায় মাইকিং করে। শুক্রবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে লাকসাম থানার ওসি মোঃ নিজাম উদ্দিন ও এসআই আমিনুল হক সিকদার গন্ডামারা এলাকায় একটি মাঠের পাশে ছোবহান মিয়ার ডোবা থেকে মরদেহ উদ্ধার করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দীন জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের জনপ্রিয়