Comilla TV - The First online TV of Comilla

শ্রমিক সংকটে মালয়েশিয়ায় উৎপাদন ব্যাহত জানুয়ারিতে নিয়োগ প্রক্রিয়া

আশরাফুল মামুন মালয়েশিয়া থেকে

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ১১ নভেম্বর ২০২০ বুধবার

কোভিড-১৯ পেনডেমিকে চরম শ্রমিক সংকটে পড়েছে মালয়েশিয়া। এ শ্রমিক সংকটের কারণে দেশটির অন্যতম অর্থনীতির খাত পামওয়েল শিল্প সহ কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া চলতি মাসের নভেম্বরের ১ তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে পহেলা জানুয়ারি করা হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) দেশটির জাতীয় অনলাইন পোর্টাল "দ্য স্টার" এ সংবাদ প্রকাশ করেছে।  সংবাদে বিস্তারিত বলা হয়, দীর্ঘ সময় নতুন শ্রমিক নিয়োগ বন্ধ, দীর্ঘ লকডাউন আটকে পড়া শ্রমিক, বৈদেশিক শ্রম নীতিমালা পূর্ণঃবিবেচনা ইত্যাদি বিভিন্ন কারনে শ্রমিক সংকট তীব্র হচ্ছে। দেশটির কিছু কিছু সেক্টর উৎপাদন ঝুকিতে পড়েছে। যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে এ অবস্থা চলতে থাকলে সমস্যা বছরের শেষে দ্বিগুণ হবে। তখন ২০২১ সালে দেশটির কাংখিত জিডিপির উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মালয়েশিয়ার বিআইএমবি সিকিউরিটিজ রিসার্চ সতর্ক করেছেন। দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান মঙ্গলবার ১০ নভেম্বর এক বিবৃতিতে বলেন, চলতি নভেম্বরের ১ তারিখে মাই ফিউচার জবস ডটকম www.myfuturejobs.gov.my এ অনলাইন আবেদনের মাধ্যমে দেশি ও বিদেশী কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও সেটা শুরু হবে ২০২১ এর জানুয়ারিতে। শুন্যপদে প্রবাসী কর্মীদের নিয়োগের জন্য মাই ফিউচার জবস ডটকমে বিজ্ঞাপণ ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং সাক্ষাৎকার গ্রহনের বিষয় গুলো নিয়োগদাতাদের সাথে আলোচনা করে এ স্বীদ্ধান্ত নেওয়া হয়েছে। এবিষয়ে একটি গ্রহনযোগ্য নীতিমালা প্রনয়নের কাজ চলছে।