শ্রদ্ধা-ভালবাসায় নড়াইলের জামাই প্রণব মুখার্জিকে স্মরণ
কুমিল্লা.টিভি
প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার

শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করা হল নড়াইলের জামাইবাবু ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে। বুধবার (২ সেপ্টেম্বর) নড়াইলে শুভ্রা মুখার্জি ফাউন্ডেশন ও প্রণব মুখার্জির শ্বশুরবাড়ির উদ্যোগে সদর উপজেলার তুলারামপুরে প্রণবপত্নী শুভ্রা মুখার্জির মামাবাড়িতে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিনসহ এলাকার বিশিষ্ট জনেরা বেলা ১২টার দিকে তলারামপুরে যান। সেখানে শুভ্রা মুখার্জির মামা বাড়ির রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে স্থাপিত প্রণব মুখার্জির অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্যরা শোক বইতে স্বাক্ষর করেন।
পরে সংক্ষিপ্ত শোক আলাচনায় বক্তারা বলেন, প্রণব মুখার্জিকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে তার অন্যান্য সাধারণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে প্রণবপত্নী শুভ্রা মুখার্জি মামাতো ভাই কার্ত্তিক ঘোষ, শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের পরিচালক অয়ন রঞ্জন দাশ উপস্থিত ছিলেন।