Comilla TV - The First online TV of Comilla

লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

ফারুক আল শারাহ

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার

 

কুমিল্লার লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গঠিত হয়েছে। লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবদুল কুদ্দুসকে সভাপতি ও আওরঙ্গজেব খান রুবেলকে সাধারণ সম্পাদক করে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি পুনর্গঠন করে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পূর্বের কমিটির বিদায় ও নবাগত কমিটির নেতৃবৃন্দের বরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম এ সময় উপস্থিত ছিলেন।
দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মাহমুদ হাসান ১৬ জুলাই স্বাক্ষরিত পত্রে জানা যায়, ৩০ জুলাই ২০২০ থেকে আগামী ৩ বছরের জন্য এ কমিটি উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিসহ দুর্নীতি প্রতিরোধে দুদুক’র সহযোগি হিসেবে কাজ করবে। গঠিত কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন ভূঁঞা, সদস্য আসলাম মিয়া, তাহমিনা মজুমদার, অভিজিৎ সাহা, সুজল সাহা, তাজনাহার আক্তার

এই বিভাগের জনপ্রিয়