Comilla TV - The First online TV of Comilla

লাকসামে হাতিরঝিলের আদলে নির্মাণ হচ্ছে নান্দনিক তিন ব্রীজ

ফারুক আল শারাহ:

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার

কুমিল্লার লাকসামে ডাকাতিয়া নদীর ওপর হাতিরঝিরের আদলে তিনটি ব্রীজ নির্মাণ হতে যাচ্ছে। নান্দনিক সৌন্দর্যের ব্রীজ সমূহের নির্মাণ কাজ সম্পন্ন হলে বিনোদনে নতুন মাত্রা যুক্ত হবে। নির্মিতব্য তিনটি ব্রীজকে ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
জানা যায়, লাকসাম শহরে যোগাযোগ ব্যবস্থা সহজ ও আধুনিকায়নের পাশাপাশি নৈসর্গিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ডাকাতিয়া নদীর ওপর হাতিরঝিলের আদলে নান্দনিক সৌন্দর্যের তিনটি ব্রীজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। পৌর শহরের পশ্চিমগাঁও সামনিরপুল, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ সংলগ্ন ও উত্তর লাকসাম (পেয়ারাপুর জেলেপাড়া) এ ব্রীজগুলো নির্মাণের উদ্যোগ নেন। তিনটি ব্রীজ নির্মাণে ১৫ কোটি টাকা বরাদ্দ ব্যয় ধরা হয়। নির্মিতব্য প্রতিটি ব্রীজের দৈর্ঘ্য ১৩২ ফুট ও প্রস্থ ৩৬ ফুট। ভ্রমনপিপাসুদের কথা বিবেচনায় রেখে প্রতিটি ব্রীজের দুই পাশে ওয়াকওয়ে রাখা হচ্ছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের পর ব্রীজগুলোর নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
সূত্রে জানা যায়, ডাকাতিয়া নদীর ওপর হাতিরঝিলের আদলে নান্দনিক তিনটি ব্রীজ নির্মাণের পাশাপাশি নদীর পাড়কে দৃষ্টিনন্দিত করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও শহরে ঐতিহ্যমন্ডিত ৩টি পুকুরপাড়কে দৃষ্টিনন্দিন করার পরিকল্পনাও রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি লাকসামে বিনোদনে নতুন মাত্রা যুক্ত হবে।
লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি মহোদয় লাকসামকে স্মার্ট শহরে রূপান্তরের পরিকল্পনা নিয়েছেন। এরই অংশ হিসেবে সকল সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। উন্নয়নের এ ধারাবাহিকতায় ডাকাতিয়া নদীর ওপর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন তিনটি ব্রীজ নির্মাণের পাশাপাশি নদীর পাড়কে দৃষ্টিনন্দিত করার পরিকল্পনা রয়েছে যাতে নগরবাসীর বিনোদনের সুযোগ সৃষ্টি হয়। সহসা তিনটি ব্রীজের নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি জানান।

এই বিভাগের জনপ্রিয়