লাকসামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ইন্তেকাল
ফারুক আল শারাহ
কুমিল্লা.টিভি
প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার

কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পুরুষ (৪২) ব্যক্তি ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, দুপুর ১২:১৫ ঘটিকার দিকে দুইজন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত ওই ব্যক্তিকে মুমুর্ষ অবস্থায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে আসা ব্যক্তিদ্বয় মনোহরগঞ্জের খিলা এলাকায় সড়ক দুর্ঘটনায় কবলিত স্থান থেকে ওই ব্যক্তিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধারের কথা জানালেও পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ খোঁজখবর নিয়ে জানতে পারেন সেখানে সড়ক দুর্ঘটনা ঘটেনি। মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির স্বজনদের না পেয়ে লাকসাম থানায় পুলিশের নিকট মরদেহ হস্তান্তর করেন।