Comilla TV - The First online TV of Comilla

লকডাউনের মাঝেই একি করলেন অক্ষয় পত্নী?

বিনোদন চিত্র ডেস্ক

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার


করোনাভাইরাসের কারণে ভারতে চলছে ২১ দিনের লকডাউন। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সকলেই গৃহবন্দি। ঘর থেকে বেরোতে পারছেন না কেউ। শপিংমল থেকে শুরু করে স্কুল, দোকান, সিনেমাহল সব বন্ধ। সেলিব্রেটিরা নিজেরাই করছেন তাদের বাড়ির সব কাজ।
অনেকেই আবার আর্থিক সাহায্যও করছেন করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য কিংবা এই লকডাউনে খেটে খাওয়া মানুষের সাহায্যের জন্য। বলিউড স্টার অক্ষয় কুমার ইতোমধ্যে ২৫ কোটি টাকা দান করেছেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে।

তার নিজেরই ছিল না টাকা। নিজের জমানো পুঁজি ভেঙে তিনি দান করেছেন। যা সত্যিই প্রশংসনীয়। কিন্তু তার স্ত্রী টুইঙ্কল খান্নার একি অবস্থা! বাড়িতে রয়েছেন তিনি। পায়ে চোটও পেয়েছেন। আজ টুইঙ্কল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন।

সেখানে তিনি বলছেন, আমার চশমা ভেঙে গেছে। তাতে টেপ লাগিয়ে পড়তে হচ্ছে। আমি যে জুতাটা পরি সেটাও ছিঁড়ে গেছে। ছেঁড়া জুততে আঠা লাগাতে গিয়ে দেখছি আঠাও নেই। হাতে টাকাও নেই। চারিদিকে সব বন্ধ। কিভাবে আমার দিন কাটবে জানি না।

এই বিভাগের জনপ্রিয়