Comilla TV - The First online TV of Comilla

মির্জা ফখরুলের বাসার সামনে বিক্ষোভ

কুমিল্লা টিভি ডেস্ক

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন বঞ্চিত কফিলউদ্দিনের সমর্থকরা বলে জানা গেছে।

শনিবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে শতাধিক কর্মী-সমর্থক এ বিক্ষোভ করেন। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরকে দল মনোনয়ন দেয়ায় এর প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ঘণ্টা-খানেকের বিক্ষোভে এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দিয়ে বিএনপি কফিল উদ্দিনকে বঞ্চিত করেছে বলেও ক্ষোভ জানায়।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ৯ জন প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল। এদের মধ্যে জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর সভাপতি এসএম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয় বিএনপি। শুক্রবার বিকেলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে দলের পক্ষে জাহাঙ্গীরের প্রার্থিতা ঘোষণা করেন।

গত ১২ সেপ্টেম্বর ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের দিন এসএম জাহাঙ্গীর ও এম কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সে সময় দুপক্ষের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছিল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির বৈঠকে থাকায় এ বিষয়ে কিছু জানা যায়নি।

তবে, এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সময় সংবাদকে জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নন মহাসচিব। মির্জা ফখরুল এ বিষয়ে ক্ষুব্ধ বলে জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল একটি ভাড়া বাসায় থাকেন, সেখানে এমন ঘটনা ঘটানো মোটেও উচিত হয়নি বলে মহাসচিব মনে করেন।

মহাসচিবের পক্ষে জানান এ প্রেস উইং সদস্য বলেন, এ ধরণের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিএনপি মহাসচিব মনে করেন, দল নয় বরং সরকারের পক্ষ থেকে এমন ঘটনা ঘটানো থাকতে পারে।

এ ব্যাপারে কফিল উদ্দিন আহমেদ সময় সংবাদকে জানান, তার সমর্থকরা এমন কোন ঘটনা ঘটায়নি। তবে তিনি নিশ্চিত হয়ে জানিয়েছেন, গত ১২ সেপ্টেম্বর সংঘর্ষের ঘটনায় স্থানীয় বাসিন্দারা যারা আহত হয়েছিলেন তারাই বিক্ষোভ করেছেন মহাসচিবের বাসার সামনে।

কারা ঘটনাটি ঘটিয়েছে তা তিনি মহাসচিব মির্জা ফখরুলকে অবহিত করেছেন বলেও জানান কফিল উদ্দিন। ঘটনার সময় তিনি তার ফ্যাক্টরিতে ছিলেন বলে জানান কফিল। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।