Comilla TV - The First online TV of Comilla

মা হচ্ছেন ঐশ্বরিয়া!

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার

ভক্তদের নতুন খবর দিলেন অভিষেক বচ্চন। নিজের টুইটার অ্যাকাউন্টে ভক্তদের নতুন কিছু জানাবেন বলে মুখ খোলেন জুনিয়র বচ্চন। অভিষেকের ওই মন্তব্যের পরই জোর শোরগোল শুরু হয়ে যায়।

নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ভক্তদের কীসের খবর দেবেন অভিষেক, এমন প্রশ্নই উঠতে শুরু করে বিভিন্ন মহলে। নেটিজেনদের মধ্যে কেউ কেউ জিজ্ঞাসা করতে শুরু করেন, এবার কি আবার বাবা হতে চলেছেন অভিষেক বচ্চন! কেউ জিজ্ঞাসা করতে শুরু করেন, ঐশ্বরিয়া কি আবার অন্তঃসত্ত্বা! আবার কেউ বলতে শুরু করেন, বচ্চন পরিবারে এবার কি নতুন সদস্য আসতে চলেছে!

কেউ আবার বলতে শুরু করেন, আরাধ্যা বড় হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় সন্তানের চিন্তাভাবনা অভি-অ্যাশ করতেই পারেন বলেও অনেকে বলতে শুরু করেন। কেউ কেউ আবার অভিষেক বচ্চন কি নতুন কোনো সিনেমায় স্বাক্ষর করেছেন বলেও মন্তব্য করতে শুরু করেন। সবকিছু মিলিয়ে অভিষেক বচ্চনের ওই টুইট প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায় তার ভক্তদের মধ্যে।

এই বিভাগের জনপ্রিয়