মতলব উত্তরে বাকপ্রতিবন্ধী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
কুমিল্লা.টিভি
প্রকাশিত : ১০:৩৪ পিএম, ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার
মতলব উত্তর উপজেলার বড়হলদিয়া গ্রামের বাঁশঝার থেকে বাকপ্রতিবন্ধী গৃহবধূ হেলেনা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাঁশঝারে পথচারীরা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহতের আত্মীয়-স্বজন সূত্রে জানা যায় , এখলাছপুর গ্রামের কামাল হোসেন প্রধান দুলালের মেয়ে নিহত বাকপ্রতিবন্ধী হেলেনা বেগম। ৮ বছর আগে কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামের রাসেলের সাথে বিয়ে হয়। তাদের আরিচা মরিয়ম নামে ৬ বছরের মেয়ে সন্তান আছে ।
হেলেনা বেগম রাসেলের দ্বিতীয় স্ত্রী । প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর পারিবারিকভাবে হেলেনাকে বিয়ে করে। হেলেনাকে বিয়ের পর ঢাকায় রাসেল ৩য় বিয়ে করে। এরপরই তাদের সংসারে অশান্তি নেমে আসে। এরই জেরে বুধবার রাতে তার ৬ বছরের মেয়ে আরিচা মরিয়মকে শ্বাসরোধ করে হত্যা করে পিতা রাসেল। ওই রাতের পর থেকে বাকপ্রতিবন্ধী হেলেনা বেগম নিখোঁজ ছিল। কন্যাকে হত্যা করে মা হেলেনা বেগম পালিয়েছে বলে এলাকায় রটনা রটায় রাসেল। শিশু বাচ্চা আরিচা মরিয়ম নিহতের কারণ গোপন করে তড়িৎগতিতে দাফন করা হয়। হেলেনাকে একাধিকবার স্বামী রাসেল হত্যা করার চেষ্টা করে কিন্তু শিশু আরিচা মরিয়ম দেখে ফেলায় হত্যা করতে ব্যর্থ হয়। তাই প্রথমে সে শিশু আরিচা মরিয়মকে হত্যা করে।
ঘটনার পর থেকে রাসেল আত্মগোপনে রয়েছে বলে জানান এলাকাবাসী।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন , নিহত হেলেনা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্তে বের আসবে মৃত্যুর প্রকৃত রহস্য।
মতলব থেকে মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে
ডেস্ক রিপোর্ট
কুমিল্লা ডট টিভি