Comilla TV - The First online TV of Comilla

মতলব উত্তরে ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ১৯ নভেম্বর ২০১৮ সোমবার

 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের কালিপুর বাজারে শুরু হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। শাখাটির পরিচালনায় রয়েছে স্থানীয় প্রতিষ্ঠান আরিফ টেলিকম। সোমবার দুপুরে হাজী আ. রব মিয়াজী মার্কেটে এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
কালিপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আ. রহিম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মতলব উত্তর বিআরডিবি সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী শাহীন। শাখাটির উদ্বোধন করেন ডাচ-বাংলা ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক প্রধান মো. মোজাফফর হোসেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাচ-বাংলা ব্যাংক চাঁদপুর এরিয়া ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন, কালিপুর বাজার সমবায় সমিতির সভাপতি সলিম উল্লাহ বারী চৌধুরী সোহেল, কালিপুর কলেজের অধ্যক্ষ এনামুল হক, এজেন্ট আরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরিফুল ইসলাম বাবু।
 
এজেন্ট ব্যাংকিংয়ের এ শাখার স্বত্বাধিকারী আরিফ হোসেন জানান, শাখাটিতে সঞ্চয়ী হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ডিপিএস, এফডিয়ার, এটিএম কার্ড প্রদান, অন্য একাউন্ট থেকে টাকা হস্তান্তর, পিন দিয়ে রেমিটেন্সের গ্রহণ, বিল পে, এসএমএস ব্যাংকিং এবং ব্যালেন্স অনুসন্ধানসহ যাবতীয় সেবা দেওয়া হবে। এ ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হবে বায়োমেট্রিক পদ্ধতির একাউন্টের মাধ্যমে।
 
মতলব থেকে মনিরুল ইসলাম মনির তথ্যচিত্রে
ডেস্ক রিপোর্ট
কুমিল্লা ডট টিভি