Comilla TV - The First online TV of Comilla

ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত বেড়ে ৮

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৪ আগস্ট ২০১৯ শনিবার

ফরিদপুর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হয়েছেন আটজন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ২৫ জন।
শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে ছয়জন ঘটনাস্থলে এবং অন্য দুইজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান। নিহতদের মধ্যে বাসের সুপারভাইজারও রয়েছেন।

খবর পেয়ে ফরিদপুর ও রাজবাড়ি থেকে ফায়ার সার্ভিসের একাধিক উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার কাজ করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত সবার নাম-পরিচয় পাওয়া যায়নি। দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- হানিফ ও ফারুক।

এই বিভাগের জনপ্রিয়