ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহত ১
কুমিল্লা টিভি ডেস্ক
কুমিল্লা.টিভি
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার কু-া ইউনিয়নের মহিষবেড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আক্কাস মিয়া (৪২)। তিনি মহিষবেড় ক্বারী বাড়ির সরাজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে মহিষবেড় ক্বারী বাড়ির ইমাম হোসেনের সঙ্গে একই গ্রামের টোহাইন্না গোষ্ঠীর হোসেন আলীর বিরোধ তৈরি হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কয়েকবার মারামারির ঘটনা ঘটে। গতকাল সকাল ৯টার দিকে কৃষক আক্কাস মিয়া জমিতে কাজ করতে যাওয়ার পথে টোহাইন্না গোষ্ঠীর লোকজন তার ওপর হামলা করে। এ খবর পেয়ে ক্বারী বাড়ির লোকজন এগিয়ে গেলে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। আধাঘণ্টাব্যাপী সংঘর্ষে ১০/১২ জন আহত হন। আহতদের মধ্যে আক্কাস মিয়াকে গলায় ফলাবিদ্ধ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।