Comilla TV - The First online TV of Comilla

ব্রাহ্মণবাড়িয়াবাসীর বহুদিনের আশা ও প্রত্যাশা বাস্তবে রুপনিচ্ছে

মোঃতরিকুল ইসলাম তরুন,কুমিল্লা জেলা প্রতিনিধি,

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার | আপডেট: ০৩:৪১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়াবাসীর বহুদিনের আশা ও প্রত্যাশা ছিল যে তাদের মহাসড়ককে চারলেনে জাতীয় মহাসড়কে রুপান্তরিত করা হোক। তাদের দাবী সত্য সত্যিই বাস্তবে রুপনিচ্ছে। গতকাল বৃহস্পতিবার, আশুগঞ্জ-সরাইল-ধরখার-আখাউড়া-স্থলবন্দর মহাসড়ককে চারলেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের জন‍্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাভুক্ত পশ্চিম নয়নপুর ও পশ্চিম উলচাপাড়া মৌজায় ভূমি/অবকাঠামো/ ব্যবসায়িক অধিগ্রহণ হেতু ক্ষতিগ্রস্থ লোক দের মধ্য প্রথম ধাপে মোট ১৩ জন ব‍্যক্তিকে সর্বমোট ৩ কোটি ৮৮ লক্ষ ২০ হাজার ৬৫৯ টাকার এল.এ চেক সরেজমিনে বিতরণ করা হয়। বিতরণকালে এলএও অঞ্জন দাশ, সঃকঃ (ভূমি) সদর এ.বি.এম মশিউজ্জামান, সহঃ কমিশনার ফাতেমা তুজ জোহরা

,স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ মহাসড়ককে জাতীয় মহাসড়কে উন্নতিকরনে স্থানীয় দের মাঝে আনন্দের বন্যা বইছে।তবে অনেকের মাঝে ক্ষোভের ভাবও দেখা যায়।তাদের দাবী ছিল চারলেনকে আখাউড়া স্থলবন্দরসহ কুমিল্লার সাথে সংযোগ করা হোক।

এই বিভাগের জনপ্রিয়