Comilla TV - The First online TV of Comilla

বোনের বাড়িতে বেড়াতে এসে ১৫ দিন ধরে নিখোঁজ বুড়িচংয়ের মরিয়ম

আক্কাস আল মাহমুদ হৃদয়।। বুড়িচং প্রতিনিধি।।

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জরুইন গ্রামের উত্তর পাড়া ফুল মিয়া(দুলাভাই) বোনের বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয়ে যায় মরিয়ম বেগম(৩৪)।
এ ব্যাপারে নিখোঁজ মরিয়মের বোন মনি আক্তার বুড়িচং থানাতে অভিযোগ করেন। জিডি নং ১৪০।

অভিযোগ সূত্রে জানা যায়,জেলার বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের জরুইন গ্রামের উত্তর পাড়া ফুল মিয়া(দুলাভাই) বোনের বাড়িতে গত ১ অক্টোবর ২০২০ তারিখে বেড়াতে আসে। পরের দিন(২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার সময় বাবার বাড়ি ভারত কমল নগরে যাওয়ার কথা বলে বের হয়ে যায়। তারপর থেকেই মরিয়ম বেগমকে খোঁজে পাওয়া যায়নি। বর্তমানে এই মহিলা নিখোঁজ অবস্থায় রয়েছে।
যাওয়ার সময় মরিয়মের পড়নে কালো রংয়ের বোরকা এবং গায়ে থ্রিপিচ পরিহিত অবস্থায় ছিল। গায়ের রং কালো, লম্বা ৫ ফুট ২ ইঞ্চি। সে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন।
কোন হৃদয়বান ব্যক্তি যদি উনাকে দেখে থাকেন তাহলে নিম্নে লিখিত ঠিকানায় যোগাযোগ করুন
যোগাযোগঃ
মো: আকতার হোসেন(বোন পুত্র)
জরুইন উত্তর পাড়া, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল নাম্বারঃ01850087188
রবিউল হোসেন(বোন পুত্র)
মোবাইল নাম্বারঃ+8801643434965।

এই বিভাগের জনপ্রিয়