বুড়িচংয়ে মহান বিজয় দিবস পালিত
আক্কাস আল মাহমুদ হৃদয়।। বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লা.টিভি
প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার
20201216102347.jpg)
কুমিল্লার বুড়িচংয়ে ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, গার্ডঅব অনারের মধ্য দিয়ে ৪৯ তম মহান বিজয় দিবস পালন করা হয়েছে।(১৬ ডিসেম্বর) বুধবার পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার ও ইউএনও মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু,বুড়িচং থানার ওসি মোজাম্মেল হোক পিপিএম, তদন্ত ওসি মাসুদ খান।
সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।উপজেলা জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের পক্ষ শীদ মিনার ও`চেতনায় বঙ্গবন্ধু` স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সকাল সাড়ে ৭ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়।