Comilla TV - The First online TV of Comilla

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে লাকসামে প্রশাসনের মানববন্ধন

ফারুক আল শারাহ:

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার

ক্যাপশন: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে লাকসাম উপজেলা প্রশাসনের মানববন্ধন ও র‌্যালি।

ক্যাপশন: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে লাকসাম উপজেলা প্রশাসনের মানববন্ধন ও র‌্যালি।

জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’- এ স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুমিল্লার লাকসাম উপজেলা প্রশাসনেরে উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা এ.কে.এম সাইফুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুছ ভুঁইয়া।
এ সময় লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, স্উপজেলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজলা রানী চাকমা, বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল আলী, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দীন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন ননী, মনোহর আলী তোতাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা কুষ্টিয়ায় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।