নবীনগরে পদ্মের জলে শাপলার উচ্ছ্বাসের উদ্বোধন
কুমিল্লা.টিভি
প্রকাশিত : ০৯:২২ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৭ পিএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
নবীনগরে পদ্মের জলে শাপলার উচ্ছ্বাসের উদ্বোধন
নবীনগরে পদ্মের জলে শাপলার উচ্ছ্বাসে নামক এক ব্যতিক্রমধর্মী কর্মকান্ডের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার এর উদ্বোধন করেন।
নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. খলিলুর রহমানের অনুপ্রেরণায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদার উদ্দ্যোগে এ কর্মকান্ডের উদ্বোধন করা হয় । উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের সামনে একটি পরিত্যক্ত লেক ছিল , সেটি পরিস্কার করে সেখানে পদ্ম ও শাপলা ফুলের বীজ বপন করে একে পদ্মের জলে শাপলার উচ্ছ্বাস নামকরণ করা হয়। ডা. সায়েমুল হুদার এমন উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বমহলের মানুষ।
নবীনগর থেকে নেয়ামত উল্লাহ’র তথ্যচিত্রে
ডেস্ক রিপোর্ট
কুমিল্লা ডট টিভি