দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে ছাই
মোঃ সোহেল মিয়া দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা.টিভি
প্রকাশিত : ০৫:৩১ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার
20201127113145.jpg)
কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার ভোর ৩টায় উপজেলার গৌরীপুর বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয়রা জানায়, বাজারের কনফেকশনারি, ফার্মেসি, ডাক্তারের চেম্বার, চাল, মুদি খাবার হোটেলসহ ২১টি দোকান পুড়ে গেছে। এতে ৪ কোটি টাকার মালামালসহ ক্ষতির পরিমাণ প্রায় দশ কোটি টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানান।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এদিকে শুক্রবার সকালে স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, (অব.) সুবিদ আলী ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সরকার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আগুনে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে।