Comilla TV - The First online TV of Comilla

চাঁদপুরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ৩ জনের মৃত্যু

কুমিল্লা টিভি ডেস্ক

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার

চাঁদপুরে সোমবার রাতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে তিনজন মারা গেছেন।
জানা গেছে, সন্ধ্যার পর হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন চাঁদপুর পৌরসভার স্টাফ ও ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদার। এছাড়া চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার বাসিন্দা নাজির মো. আবু তাহের পাটোয়ারী সোমবার রাতে নিজ বাড়িতে এবং হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউপির বাসিন্দা মো. ফজলুল হক সোমবার রাত ৯টায় নিজ বাড়িতে মারা যান।

স্বাস্থ্যবিধি মেনে ইসলামী আন্দোলন ও কিউআরসির সদস্যরা তাদেরকে দাফন করেছে বলে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ নিশ্চিত করেছেন।

এই বিভাগের জনপ্রিয়