চাঁদপুরে গাড়ির চাপায় শিশুর মৃত্যু
শাহরিয়ার খান কৌশিক
কুমিল্লা.টিভি
প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার

চাঁদপুরে এক ব্যাংকের গাড়ির চাপায় ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে পুরানবাজারের নতুন চার রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নিরব (৮) ওই এলাকার মোম ফ্যাক্টরির দিনমজুর মিশু উদ্দিনের ছেলে।
এ সময় বিক্ষুব্ধ জনতা অগ্রণী ব্যাংকের জিপ গাড়িটি ভাঙচুর করে এবং গাড়ির চালক মুনিরকে মারধর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরানবাজারের নতুন চার রাস্তায় শিশুটি খেলা করছিল। এ সময় অগ্রণী ব্যাংকের জিপ গাড়ি টাকার বস্তা নিয়ে পুরানবাজার শাখায় পৌঁছালে জিপ গাড়ির চাকায় পিষ্ট হয় শিশু নিরব। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় নিরবকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী জিপ গাড়িটি ভাঙচুর ও চালককে মারধর করে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনরোষে পড়া চালককে আটক করতে সক্ষম হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে জিপ গাড়ির চালক মুনিরকে উদ্ধার করে পুলিশের কব্জায় নেওয়া হয়।
এদিকে রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিহত শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পরে জানাজা শেষে পুরানবাজারের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।