Comilla TV - The First online TV of Comilla

চট্টগ্রামে ৩ চিকিৎসকসহ ১৮ জন কোয়ারেন্টাইনে

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার

করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর বেসরকারি ন্যাশনাল হাসপাতালের ৩ চিকিৎসকসহ ১৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

আজ শনিবার (০৪ এপ্রিল) সকাল ১০টায় তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা পজিটিভ হওয়া রোগী এর আগে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। তাই সেখানকার ৩ জন চিকিৎসক, নার্সসহ মোট ১৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তবে পুরো হাসপাতাল লকডাউনের কোন প্রয়োজন নেই।

প্রসঙ্গত, শুক্রবার (৩ এপ্রিল) ৩২ জনের নমুনা পরীক্ষা করা  হয় চট্টগ্রাম বিআইটিআইডি’তে। এতে একজনের শরীরে করোনা পজেটিভ রয়েছে বলে শনাক্ত হয়। এরপরই দামপাড়া এলাকায় বাড়ি লকডাউন করে কর্তৃপক্ষ।

 

এই বিভাগের জনপ্রিয়