Comilla TV - The First online TV of Comilla

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

কুমিল্লা টিভি ডেস্ক

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

দূর্ঘটনা-দূযোর্গে সবার আগে সবার পাশে সবার আগে স্লোগানে উদ্বোধন করা হলো কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর বাগিচাগাঁও ফায়ার সার্ভিস অফিসে অনুষ্ঠানটি উদ্বোধন করেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম অনুষ্ঠান উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন। সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা অফিসের সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, অগ্নিকান্ড কিংবা প্রাকৃতিক যে কোন দূর্যোগ মোকাবেলায় সবার আগে পাশে এসে দাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাচায়। অগ্নিকান্ডের ঘটনায় মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি ক্ষতি নূন্যতম রাখতে সর্বোচ্চ প্রচেষ্টায় নিয়োজিত থাকে। প্রাকৃতিক দূর্যোগেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিটি সদস্য সাধারণ মানুষের জানমাল সুরক্ষায় অঙ্গিকারাবদ্ধ। তারা প্রথম সারির যোদ্ধা।

 

 

আলোচনার পরে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তিনদিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নাজিমুজ্জামান, অনুষ্ঠান সমন্বয় করেন সিনিয়র স্টেশন অফিসার আলী আজম। পরে আগত অতিথিরা কেক কেটে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করেন।

 

এই বিভাগের জনপ্রিয়