Comilla TV - The First online TV of Comilla

কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রবিবার

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লার লালমাই উপজেলার বাগমারার জামতলি এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও দুই জন শিশু।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি।


জানা গেছে, ঢাকাগামী তিশা নামক বাসটি ওই এলাকায় পৌঁছে লাকসামগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ২ শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

 

এই বিভাগের জনপ্রিয়