Comilla TV - The First online TV of Comilla

কুমিল্লায় একদিনে করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু

কুমিল্লা টিভি ডেস্ক

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

কুমিল্লায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনজনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া উপসর্গ নিয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আরো তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বাড়িতে আইসোলেশনে দুইজনের মৃত্যু হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন আরো জানান, শনিবার কুমিল্লা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনিবার পর্যন্ত জেলায় এক হাজার ৮৪৬ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫০ জনের, সুস্থ হয়েছেন ৩২৪ জন।

এই বিভাগের জনপ্রিয়