Comilla TV - The First online TV of Comilla

কার সঙ্গে পার্টিতে শাহরুখ কন্যা সুহানা?

বিনোদন ডেস্ক

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার

অভিনয়কে পেশা হিসেবে না নিলেও বি-টাউনে তাকে নিয়ে কম গুঞ্জন শোনা যায় না। কখনও সেক্সি ড্রেস পরে বাবার সঙ্গে পার্টিতে, তো কখনও সমুদ্র সৈকতে বিকিনি পরা সুহানার ছবি নেটদুনিয়ায় ভাইরাল।

আবারো নেট দুনিয়ায় ভাইরাল শাহরুখ কন্যা সুহানা। এ ভাইরালকৃত ছবিতে যেখানে নিজের বন্ধুদের সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। ছবিতে সুহানা খানের সঙ্গে তাঁর বন্ধুদের পুরো গ্রুপকেও দেখা যাচ্ছে। ছবিতে সুহানা খান ধূসর রংয়ের টাইটস আর কালো টপ পরেছেন। একটি ছবিতে সুহানা-খানকে সাধারণ ভাবে পোজ দিতে দেখা যাচ্ছে। আবার অন্য একটি ছবিতে সে হাসছেন।

এদিকে `স্টুডেন্টস অফ দ্য ইয়ার, ` এ বিগ বস ১৩ এর প্রতিযোগী আসিম খানের সঙ্গে দেখা যাবে সুহানাকে। তবে নির্মাতা পরিচালক ও প্রযোজক করণ জোহর এই খবরের সত্যতা অস্বীকার করেছেন।

 

এই বিভাগের জনপ্রিয়