Comilla TV - The First online TV of Comilla

করোনা সন্দেহে ছেলেকে তাড়িয়ে দিলেন পিতা-মাতা

কুমিল্লা.টিভি

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

বরিশালের আগৈলঝাড়ায় করোনা সন্দেহে নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছেন পিতা-মাতা। পরে শ্বশুর বাড়িতে আলাদা ঘরে চলছে হোম কোয়েরেন্টাইন।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের বিমল বিশ্বাসের ছেলে বাসুদেব বিশ্বাস বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়ি আসেন। স্ত্রীকে শ্বশুর বাড়ি রেখে নিজে বাড়ি পাকুরিতায় যান। বাড়ি যাওয়ার পর করোনাভাইরাস সন্দেহে ছেলে বাসুদেবকে ঘর থেকে বের করে দেন পিতা বিমল বিশ্বাস ও মাতা লক্ষিরানী। বাড়িতে রাখার অনুরোধ করার পরেও পিতা-মাতার মন গলেনি।

পরে বাসুদেব তার শ্বশুর বাড়ি উপজেলার গৈলা গ্রামে গেলে তাকে আলাদা ঘরে হোম কোয়েরেন্টাইনে রাখেন জামাই বাসুদেব ও তার স্ত্রী সুলেখাকে।

এব্যাপারে বিমল বিশ্বাস জানান, করোনা সংক্রমণের আশঙ্কায় কোনও ঝুঁকি নিতে চাইনা। তাই ছেলেকে বাড়িতে ঢুকতে দেইনি। ছেলে হোক তাতে কি! সে যেই হোক চিকিৎসকের কাছ থেকে করোনা-মুক্ত সার্টিফিকেট ছাড়া বাড়িতে বসবাস করতে দেওয়া যায় না। ১৪ দিনের হোম কোয়েরেন্টাইন জীবনযাপন শেষ করুক। তার পরে দেখা যাবে।

এই বিভাগের জনপ্রিয়